বর্তমান বিশ্বে অনলাইনে যুক্ত হওয়ার জন্য যতগুলো মাধ্যম রয়েছে “Facebook” তাদের মধ্যে অন্যতম। আপনার প্রতিদিনের প্রয়োজনীয় কাজগুলোকে সহজভাবে করার জন্য ফেসবুকের বিকল্প নেই, ধরুন আপনি আপনার পুরাতন বন্ধু কিংবা নতুন বন্ধুদের সাথে যোগাযোগ করবেন, তাদেরখোঁজখবর নিবেন কিংবা পরিবারের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন। সে সময়ে কোন মাধ্যমের আশ্রয় নিবেন? নিশ্চয় সেটা হচ্ছে “Facebook”। ফেসবুক ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে একটি valid অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিভাবে একটি Valid একাউন্ট তৈরি করা যায় নিম্নে তার প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে আপনাদের উপকারের জন্য তুলে ধরা হচ্ছে।
প্রথমে আসা যাক কেন একটা “Facebook” একাউন্ট দরকার?
আপনার “Facebook” ব্যবহারের গুরুত্ব না জানার কারণে হয়তোবা “Facebook” ব্যবহারে আপনি বিরক্তি বোধ করতে পারেন। তবে ফেসবুক ব্যবহার করলে আপনার কি লাভ হবে সেটা আমার এই আলোচনা থেকে অনুধাবন করতে সহজ হবে। আপনি কিভাবে দেশে বা দেশের বাইরে আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করবেন, কোন পণ্যের অর্ডার করবেন কিম্বা সেটার তথ্য জানবেন সে জন্য “Facebook” র স্বরণাপন্ন হতে পারেন।
ফেসবুকে অনেক ধরনের গ্রুপ কিংবা পেজ রয়েছে যেখানে শিক্ষা সাহিত্য, ফটোগ্রাফি, অনলাইন ইনকাম, তথ্যপ্রযুক্তিগত জ্ঞান, ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিস সম্পর্কিত জিজ্ঞাসার জন্য হাজার রকমের গোষ্ঠী রয়েছে যেগুলোতে যুক্ত হয়ে আপনি আপনার অনেক ধরনের জিজ্ঞাসা বা প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।
একটি Valid “Facebook” অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে যা লাগবে
ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি Valid Email Id অথবা একটি মোবাইল নাম্বার সাথে সাথে একটি স্ট্রং পাসওয়ার্ড লাগবে। ফেসবুক একাউন্ট কিংবা অনলাইনে যে কোন অ্যাকাউন্ট নিশ্চিন্তে ব্যবহার করার জন্য আপনার ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সংরক্ষণ রাখা খুবই প্রয়োজন, কোন কারনে এদের কোন একটি ভুলে গেলে কিংবা হারিয়ে গেলে সে আইডিতে বা অ্যাকাউন্টে লগইন করা সম্ভব হবে না।
প্রথম ধাপ
যখন আপনি স্থির করেছেন যে, একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনি যদি ডেক্সটপ কিংবা ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম “Google Chrome” গুগল ক্রম, “Firefox” ফায়ারফক্স, অপেরা মিনি সহ অনেকগুলো ব্রাউজার রয়েছে যে কোন একটিতে গিয়ে “Facebook” লিখলে “Facebook” সাইট টি Open হবে এবং লগইন অথবা সাইন আপ অপশন দেখতে পাবেন। পূর্ব থেকে “Facebook” এ অ্যাকাউন্ট তৈরি থাকলে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিলেই আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন, আর যদি পূর্বে অ্যাকাউন্ট না থাকে তাহলে বলবে সাইন আপ করুন।
অপরপক্ষে আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে সেটাতে ফেসবুক একাউন্ট তৈরি করতে চান তাহলে প্রথমে Google Play স্টোরে গিয়ে ফেসবুক লেখেন। সেখানে ফেসবুক অ্যাপ ইন্সটল করতে বলবে। অ্যাপ ইন্সটল হয়ে গেলে একটা পেজ আসবে যেখানে একাউন্ট ক্রিয়েটের জন্য আপনাকে আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার সহ নিজস্ব তথ্যাবলী দিতে বলবে।
দ্বিতীয় ধাপ নিজের তথ্য প্রদান করুন
facebook.com সাইট ওপেন হলে দেখবেন “Create a New Account” ক্রিয়েটে নিউ একাউন্ট একটি অপশন আসবে সেখানে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে আপনার নামের প্রথম অংশ নামের শেষ অংশ দিতে হবে। এরপরে আপনাকে একটি ভ্যালিড ইমেল বা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে আপনার জন্ম তারিখ লাগবে আপনি মেল না ফিমেল সেটা আপনাকে দিতে হবে। আপনি যখন এ সমস্ত তথ্যগুলো সঠিকভাবে দিবেন তখন ফেসবুক থেকে আপনার ইমেইলে অথবা ফোন নাম্বারে একটি কনফার্মেশন কোড পাঠাবে যেটা ইন্টার কোড নামক জায়গাতে লিখে “OK” ওকে বাটনে বা সাবমিট বাটনে প্রেস করলে প্রাথমিকভাবে আপনার অ্যাকাউন্টটা একটিভ হবে।
একটি নিরাপদ ফেসবুক অ্যাকাউন্ট তৈরীর জন্য আপনাকে গুরুত্বপূর্ণ এবং ফেসবুক নির্দেশিত কিছু তথ্য প্রদান করতে হবে। একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কোন একটা সিম্বল কিছু সংখ্যার সমন্বয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড খুবই প্রয়োজন। একটি শক্তিশালী পাসওয়ার্ডের নমুনা হচ্ছে A5buS7sup1994@_। নরমাল পাসওয়ার্ড হল abc12345। এ ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা ফেসবুক একাউন্টের জন্য অনিরাপদ
প্রোফাইল সেটআপ
ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে প্রাথমিক তথ্যগুলো প্রদান করার ফলে একটি ফেসবুক একাউন্ট তৈরি হয়ে গেছে, এর পরের কাজ হল আপনার ফেসবুক একাউন্টা শক্তিশালী করার জন্য প্রোফাইল সেট আপ করতে হবে।
ফেসবুক একাউন্টের প্রোফাইলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন প্রোফাইল ইমেজ, কভার ফটো বা ব্যানার সেট বা ইডিট করুন। আপনি আপনার প্রোফাইল পিকচার যার সাইজ 180*180 Pixel এবং ব্যানার যার সাইজ 851 Pixel Wide By 315 Pixel Tall সুন্দর একটা ফটো সেট করবেন। এরপরে আপনার বায়োডাটা, আপনার সাথে কন্টাক্ট করা যায় এরকম একটা মোবাইল নাম্বার এবং আরো কিছু তথ্য দিয়ে আপনার “Facebook” অ্যাকাউন্ট টা কে একটি গ্রহণযোগ্য একাউন্ট হিসেবে প্রমাণ করতে হবে।
আপনার গোপনীয়তা সংরক্ষণ করুন
ফেসবুকে গোপনীয়তার বিষয়টা খুবই চ্যালেঞ্জিং। আপনার ফেসবুক একাউন্টে কি পোস্ট করবেন আপনার পোষ্ট গুলো আপনার ফ্রেন্ডলিস্টের কারা দেখতে পাবে সেটা নিশ্চিত করতে হবে। আপনার কিছু জিনিস খুব সিক্রেট বা ব্যক্তিগত বিষয় যা শুধুমাত্র আপনার বন্ধুরা দেখবে এমন কিছু অপশন চালু কিংবা বন্ধ রাখবে। আপনার গোপনীয়তা বজায় রাখার জন্য সেটিংসের গোপনীয়তার জায়গাটিকে সিলেক্ট করুন, এবং কাস্টমাইজ করুন আপনার এই পোস্ট গুলো আপনার কিছু গুরত্তপূর্ণ বন্ধু বান্ধব দেখবে এবং কিছু জিনিস আছে যে গুলো সবাই দেখতে পাবেন।
আপনার ফ্রেন্ড লিস্ট তৈরি করুন
ফেসবুকে আপনি আপনার বন্ধু বান্ধব, বিভিন্ন গ্রুপের তালিকা নির্দিষ্ট করতে পারবেন যারা আপনার সাথে নিয়মিত যোগাযোগ করবে, চ্যাট করবে, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করবেন। এর জন্য আপনাকে ফেসবুকের সার্চবারে গিয়ে বিভিন্ন বন্ধুর নাম, গ্রুপের নাম এবং ইনস্টিটিউটের নাম লিখে সার্চ করলে সেগুলো আপনার সামনে ওপেন হবে এবং আপনাকে তাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে তারা যদি আপনার রিকোয়েস্ট একসেপ্ট করে তবে তারা আপনার ফ্রেন্ডলিস্টের মধ্যে এসে যাবে।
যখন আপনার বন্ধুরা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবে তখনই আপনার বন্ধুদের বিভিন্ন রকমের তথ্য আপনি পাবেন এবং আপনার ও তথ্যাবলি তারাও দেখতে পাবে এবং আপনার সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠবে।
ফেসবুকে একাউন্ট করার সাথে সাথে অনেকগুলো বৈশিষ্ট্য বা অফার, অনেক ধরণের তথ্য উপাথ্য আপনার সামনে ভেসে উঠবে সে গুলো একটু পর্যবেক্ষণ করুন। নিউজ ফিড, ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট, বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়ার সাথেই আপনার বন্ধুদের কিংবা যে সমস্ত গ্রুপে এড হয়েছেন সে গ্রুপগুলোর আপডেট বা নতুন নতুন তথ্য পাওয়ার জন্য স্ক্রল করলে প্রয়োজন মাফিক তথ্যাবলী পেয়ে যাবেন।
অনেক ধরনের গ্রুপ বা পেজ রয়েছে সেগুলোতে যুক্ত হন
যত ধরনের গ্রুপ কিংবা পেজে যুক্ত হওয়ার প্রয়োজন আপনি সবগুলো একটা ফেসবুক একাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন যা আপনার দুরাসাকে আশায় রূপান্তরিত করবে। যেমন ধরুন শিক্ষা বিষয়ক গ্রুপ বা পেজ, বিনোদনমূলক গ্রুপ বা পেজ, আর্নিংমূলক গ্রুপ বা পেজ, বিজ্ঞান বিষয়ক গ্রুপ বা পেজ ইত্যাদি। এছাড়াও ফেসবুকের নিজস্ব মার্কেট প্লেস রয়েছে যার মাধ্যমে আপনার প্রয়োজন মাফিক পণ্য সামগ্রী পারচেজ করতে কিংবা বিক্রি করতে পারবেন।
ফেসবুকে বিভিন্ন ধরনের নোটিশ বা বিজ্ঞপ্তি আসবে যেগুলো সঠিকভাবে কাস্টমাইজ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ
সেটিংস এবং গোপনীয়তা
নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি
ফেসবুকে আপনার গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি কিভাবে আপনার নোটিফিকেশন চান প্রথমে সেটা ঠিক করে নেন, যেমন ধরুণ এসএমএস, ইমেইল, ভয়েস কল কিংবা অ্যাপসের মাধ্যমে। আপনি সেটিংসকে সঠিকভাবে কাস্টমাইজ বা সামঞ্জস্য করতে পারলে ফেসবুক ব্যবহার করে উপক্রিত হবেন।
Facebook ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন। ধরুন আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন এবং লগিন করতে পারছেন না। Forget Password দেখাবে এ অবস্থায় ফেসবুক বলবে আপনি নতুন পাসওয়ার্ড সেট করুন। এর জন্য আপনার ফোন নাম্বারে কিংবা ইমেইল আইডিতে একটি ভেরিফিকেশন কোড যাবে। যেটা সঠিকভাবে নির্ধারিত জায়গায় বসিয়ে সাবমিট বাটনে প্রেস করলে আপনার নতুন পাসওয়ার্ড সেট তৈরী হবে। আপনার নতুন পাসওয়াড সেটআপ দিলে কিছু সময়ের মধ্যেই ফেসবুক অ্যাকাউন্ট পূর্বের মতোই ব্যবহার করতে পারবেন
উপসংহার
Facebook বর্তমান বিশ্বে যেকোনো কাজের জন্য কিম্বা যোগাযোগের অন্যতম সামাজিক এবং শক্তিশালী প্ল্যাটফর্ম। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ। ফেসবুকের মাধ্যমে আপনি নতুন পুরাতন বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারবেন। আপনার যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত হওয়া বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে নিমিষেয় পেয়ে যাবেন। সুতরাং ফেসবুক একাউন্ট ভালো কাজের জন্য সব সময় কার্যকরী
GIPHY App Key not set. Please check settings