গত ১ বছর থেকেই Pathaan, Jawan থেকে Kalki 2898 AD পেন ইন্ডিয়া গেইম যেন ঘুরছে Bollywood VS Telugu Cinema গুলোর মধ্যে। কিন্তু তারপরে রিলিজ হয় মহারাজা নামক তেলুগু ইন্ডিয়ান নিউক্লিয়ার Weapon যার কাছে বড় বড় অনেক বিগ বাজেটের সিনেমা গুলোও ছোট মনে হয়।
এখন আপনারা বলবেন কনটেন্ট আর থিয়েটার Experience এর মধ্যে অনেক পার্থক্য আছে। তো সমস্যা নেই তেলুগু সিনেমা মাছ কমপ্লিটশনে তার একটি নতুন ওয়েপেন নিয়ে এসেছে নাম তো সবাই জানেন। সিনেমার নাম তো সবাই জানেন Kanguva কিন্তু ট্রেলারের পর যে কাম করতে যাচ্ছে তা নিয়ে হয়তো খুব তাড়াহুড়া করে ফেলেছেন। দেড় বছর পর Surya নামের trailer এসেছে যা বানাতে প্রায় দেড় বছর লেগে গেছে সোশ্যাল মিডিয়ায় তো Trending হওয়ারই ছিল আর তা হয়েও গেছে। ট্রেলারে এখানে হয়েছে যা অনেকটা হলিউড সিনেমা গুলোর মত সিন ধারণ করছে যেন মনে হচ্ছে একটি নতুন দুনিয়া তৈরি করে দিয়েছে, মনে হচ্ছে Theatre এ প্রবেশ করা মাত্রই অন্য জগতে চলে এসেছি।
ট্রেলারের গ্রাফিক্স গুলো টপ লেবেলের মনে হচ্ছে পুরো ইন্ডিয়ান সিনেমায় বেশ চলছে বাজেট এতই বেশি যা তার টেলারে দেখাই যাচ্ছে। ট্রেলার দেখে মনে হবে নিজে একটি দুনিয়া তৈরি করে অন্যদের সামনে উপস্থাপন করছে। শুধুমাত্র দেড় মিনিটের ট্রেলারে অনেক কিছুই দেখানোর চেষ্টা করা হয়েছে অনেক দ্রুত গতিতেই সবকিছু হচ্ছে মিউজিক, একশন, সিনেমার কাহিনী প্রায় সবকিছুই দেখানো হয়েছে। কিন্তু তারপরও সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমাতে কিছু রিভিল করা হয়নি এটা তো সবাই আগে থেকেই জানতাম সিনেমা টি যুদ্ধ নিয়ে তৈরি হবে। কিন্তু ট্রেলারে একটি টুইস্ট রেখে দিয়েছে যা নিয়ে ভাবতে গেলে মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে। তার চেয়ে বড় কথা হলো Boby Deol এর look ট্রেলারের হাইট আরো অনেক বাড়িয়ে দিয়েছি মনে হচ্ছে Body Deol out of সিলেবাস হয়ে গেছে। যেমনভাবে এনিম্যাল সিনেমায় Boby Deol এর look এর কারণে সিনেমার হাইট অনেক বেড়ে গিয়েছিল।
এ সিনেমায় Boby Deol কে ভিলেনের চরিত্রে দেখা যাবে। ট্রেলার দেখার আগ পর্যন্ত হয়তো অনেকেই ভাবতে পারেনি Suriya এবং Boby Deol এক ফ্রেমে কিভাবে এতটা এক্সাইটেড লাগতে পারে? ট্রেলারটিতে মুভিটির দ্বিতীয় পাট তৈরি হওয়ারও হীন্ট দেওয়া আছে। ট্রেলারে মনে হচ্ছে সুরিয়াকে লুকানো হচ্ছে হয়তো বা জেনে বুঝে সেটা করছে। কারণ সেখানে সুরিয়া কে দেখে সাম অন স্পেশাল মনে হচ্ছে না সরি। যেমনভাবে বিক্রম সিনেমায় সুরিয়ার মাত্র তিন মিনিটের লোকে ওরা সিনেমা কাপিয়ে দিয়েছিল হয়তোবা এখানেও ট্রেলারে তাকে কম দেখিয়ে সে রকম কিছু প্ল্যান করা হচ্ছে। এটাও হতে পারে টাঙ্গু বা একটি ওয়ান ম্যান আর্মি সিনেমা না হয়ে টিম অর টাইপের সিনেমা হতে পারে যেখানে অনেকগুলো ক্যারেক্টার কেই প্রাধান্য দেওয়া হবে। যেমনভাবে পিএস ওয়ান পি এস টু বিগ বাজেট সিনেমা যেখানে কোন একজন হিরো নয় বরং যেখানে সিনেমার কাহিনী হিরো হয়ে আসবে। এটি একটি সমস্যা হতে পারে, এর ফলে একটি ইন্ডাস্ট্রিতেই সিনেমাটি সীমাবদ্ধ থেকে যায় কারণ হয়তো বা অনেকেই সিনেমার language বুঝতে পারেনা। এজন্য আমার ভয় হচ্ছে হয়তো সিনেমা টি তামিল ভাষায় রেকর্ড করবে কিন্তু North এ একটু ঠান্ডা থাকতে পারে। আমি তো অপেক্ষা করছি সুরিয়ার নতুন এবং পুরনো ট্রান্সফরমেশনের মনে হবে গোস্বাম। হয়তো বা নোটিশ করেছেন যখন থেকে সিনেমার নামটি অ্যানাউন্স করা হয় তখন থেকেই সিনেমার প্রায় সব অংশেই Animal দেখানো হয়েছে মনে হচ্ছে কিছু সিক্রেট রেফারেন্স দিতে চলেছে।
যেমনভাবে S.S Rajamouli RRR সিনেমায় আউট অফ ইমেজিনেশন সিন দিয়ে সবার হুস উড়িয়ে দিয়েছিল। টিম কাঙ্গো ভাউ সেরকম কিছু প্ল্যান নিয়ে বসে আছে যা থিয়েটারে অডিয়েন্সদের এক্সপিরিয়েন্স হান্ড্রেড টাইম স্পেশাল করে দিবে। রাজা মৌলি বলাতে মনে হল এই ট্রেলারে যে সিন গুলো দেখানো হচ্ছে তা অনেকটা বাহুবলীর মত সিমিলারিটি দেখা যাচ্ছে ইন্সপিরেশন তো অবশ্যই নিয়েছে তবে Kanguva বাহুবলির কপি নয় বরং আরো ভালো করার চেষ্টা করছে। হতে পারে ভাই ভার্সেস ভাই সুরিয়া ভার্সেস কার্থি দ্বিতীয় পার্টে দেখা যেতে পারে। কিন্তু সবকিছু বেকার যাবে যদি সিনেমার মার্কেটিং ভালো না করতে পারে। তো দেখা যাক এই সিনেমা অডিয়েন্স এর কাছ থেকে কত রেটিং নিতে পারে এবং নাম্বার ওয়ান মা সিনেমা হিসেবে নিজের জায়গা করে নিতে পারে কিনা।
GIPHY App Key not set. Please check settings