এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মাঝে অনেক কম। জীবনের অনেক জটিল ও কঠিন সময়গুলোতে আমরা আল্লাহর কাছে কেঁদে ফরিয়াদ করতে পারিনা। চোখে জল না আসুক কিন্তু অন্ধকারে অন্তত দুহাত তুলে ফরিয়াদ করার অভ্যাসটুকুও আমাদের মাঝে গড়ে উঠেনি।
কিভাবে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস গড়া যায়?
আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি আজ থেকে জীবনের ছোট ছোট অভিযোগ অনুযোগ আনন্দ বেদনা সুখ-দুখ প্রাপ্তি ও অপ্রাপ্তি সবকিছু আল্লাহকে বলতে শুরু করুন।। দোকানে গেলেন এবং দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। দোকান থেকে ফিরতে ফিরতে আল্লাহকে বলো না হে আল্লাহ দোকানদার আমার সাথে কর্কশগুলাই কথা বলেছে আমার একটু কষ্ট হয়েছে কিন্তু আমি ধৈর্য ধরেছি তার সাথে আমি খারাপ আচরণও করে নি এর প্রতিদান কি আপনি আমাকে দিবেন না অবশ্যই দিবেন। আপনি তো কোন উত্তম কাজ কি বিনিময় হীন রাখেন না। উত্তম বিনিময়ের আশায় আমি আপনার উপর ধৈর্য ধরে রাখলাম। বাসে হেলপার আপনার সাথে অহেতুক বাক-বিদ্বন্দে জড়াতে চেয়েছে? শান্ত হয়ে বসুন এবং মনে মনে বলুন হে আমার রব, আপনি তো জানেন আমার কোন দোষ ছিল না এই ঘটনায় তাও এই লোক আমাকে দোষী বানাতে চাইল এবং আমার সাথে তর্ক শুরু করে দিল। আমি জানি আমি সঠিক ছিলাম তারপরও আমি তার সাথে তর্কে জড়ায়নি এটা ভেবে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সঠিক হওয়ার পরও যে ব্যক্তি তর্ক না করে চুপ থাকে জান্নাতে আল্লাহ তায়ালা তার জন্য একটি ঘর তৈরি করে দেবেন। আমি আপনার কাছ থেকে একটি ঘর প্রাপ্তির আশায় তর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সুস্বাদু কোন খাবার খেয়েছেন সাথে সাথে আল্লাহকে বলুন মালিক আপনাকে ধন্যবাদ এরকম উত্তম খাবারের ব্যবস্থা করার জন্য। তবে জান্নাতের উত্তম খাবার খাওয়ার জন্য সব সময় উদ্বিগ্ন হয়ে থাকি সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে। এভাবে ছোট ছোট ব্যাপারগুলোতে আল্লাহর সাথে কথা বলতে শিখুন দেখবেন এ অভ্যাস বড় বড় ব্যাপারগুলোতেও আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে। দোয়া করা খুব সহজ হলেও কিছু ব্যাপারে জানা থাকলে আল্লাহর আরো প্রিয় বান্দা হওয়ার সুযোগ পাওয়া যায় আমরা অনেকেই জানিনা কখন কোথায় কিভাবে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। আবার আমরা জানি না কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না কিংবা দোয়ার মাধ্যমে যে চিকিৎসা সম্ভব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনায় এসেছে মাকতাবুতুল বায়ান শায়ক সাঈদ ইবনু আলী আল তানের বিখ্যাত গ্রন্থ বান্দার ডাকে আল্লাহর সাড়া এছাড়াও বইটিতে হাদিসের প্রায় সকল গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে অত্যন্ত সাবলীল অনুবাদ ও প্রেক্ষাপট সহকারে।
GIPHY App Key not set. Please check settings