বর্তমান সময়ে অনেক বড় বড় সুপারস্টারদের ভিলেনের বলে দেখা যাচ্ছে এবং তাদের এই ভিলেনের লুক দর্শকদের কাছে হিরোর থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। যেমন কেজিএফ-এ সঞ্জয় দত্ত আর অ্যানিমেলে ববি দিওল কিংবা বিক্রমে রোলেএক্স। তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের দশটি আপকামিং সিনেমার কথা বলব যেখানে বলিউড এবং সাউথের অনেক বড় বড় সুপারস্টাররা ভিলেনের রুল প্লে করবে। আর এই সিনেমাগুলো অনেক বড় ধরনের সিনেমা হতে চলেছে।
টপ – ১
সাউথের সব থেকে বড় ও জনপ্রিয় সুপারস্টার ইয়াসের আপকামিং সিনেমা হচ্ছে রামায়ণ। কেজিএফ এবং কেজিএফ ২ তে অনেক বড় গ্যাংস্টারের রোল প্লে করার পর রামায়ণ সিনেমায় আমরা তাকে সব থেকে বড় ভিলেন মানে রাবনের রুলে দেখতে পাবো। এটা ভারতের অন্যতম সবথেকে বড় সিনেমা হতে চলেছেন যেখানে লিড রুলে থাকছেন রণবীর কাপুর যে কিনা ভগবান রাম এবং সাই পল্লবী যিনি কিনা মাতা সিতার রুল প্লে করবেন। রিপোর্ট অনুযায়ী আজ এই সিনেমাটি করার জন্য দেড়শ কোটি চার্জ করেছেন এবং এই সিনেমা টি তিনটি পার্টে আসতে চলেছেন। সিনেমার ডিরেক্টর হচ্ছে নির্দিষ্টি ওয়ারি যিনি এর আগে আমাদের দাঙ্গাল ও ছিচড়ের মতো অসাধারণ সিনেমা দিয়েছেন। আর এই সিনেমাটি রিলিজ চলে হতে চলেছে ২০২৫ এর দিওয়ালিতে।
টপ – ২
অক্ষয় কুমারের যে সিনেমাতে আসতে চলেছে সেটি হল সাইকো এবং এটি অক্ষয় কুমারের অন্যতম বড় আপকামিং সাসপেন্স, থ্রিলার সিনেমা হতে চলেছেন যেখানে অক্ষয় কুমার একজন বড় সাইকো কিলারের রুলপ্লে করবে। ডিরেক্টার মানে সেটির এই সিনেমায় আমরা একবারে অন্য লেভেলে নেগেটিভ বলে দেখতে পাবো। এর আগেও আমরা অক্ষয় কুমারকে অন্য সিনেমাতে অসাধারণ নেগেটিভ রুলে দেখেছি রিপোর্ট অনুযায়ী এ সিনেমাটি অনেক বড় অ্যাকশন খাতারনাক ভায়োলেন্স সিনেমা হতে চলেছে। সিনেমাটি রিলিজ হতে চলেছে ২০২৫ এর মাঝামাঝিতে।
টপ – ৩
বর্তমান ভারতের অন্যতম সবচেয়ে বড় ভিলেন হচ্ছে সঞ্জয় দত্ত এবং তার যে সিনেমাতে আসতে চলেছে সেটা হচ্ছে ডাবল স্মার্ট শংকর এই সিনেমাটি ২০১৯ এ আশা সুপার হিট সিনেমার দ্বিতীয় পার্ট। যেখানে সঞ্জয় দত্ত একজন অনেক বড় গ্যাংস্টারের রোলপ্লে করবেন এবং এই সিনেমায় হিরো হচ্ছেন রাম প্যাথোনিনি। সিনেমার ডিরেক্টর হচ্ছেন পুরি জগন্নাথ এবং এই সিনেমাটি ফুললি অ্যাকশন-টাইপের সিনেমা হবে। যেটা রিলিজ হবে ১৫ই আগস্ট ২০২৪ এ।
টপ – ৪
সাউথের অন্যতম জনপ্রিয় সুপারস্টার সুরিয়ার সবচেয়ে বড় আপকামিং সিনেমা হচ্ছে কাঙ্গুভা। যেখানে ভিলেনের রূলে থাকছেন লর্ড ববি দিওল যেটা একটা ফ্যান্টাসি একশন সিনেমা হতে চলেছে যার বাজেট হচ্ছে ৩৫০ কোটি টাকা এবং এটা সাউথের অন্যতম বড় আপকামিং সিনেমা হতে চলেছে। যেখানে আমরা লর্ড ববি দেওল ও সুরিয়াকে সামনা-সামনি দেখতে পাবো সিনেমাটি ডিরেক্টর করতে চলেছেন শিবা যিনি এর আগেও বড়-বড় সাউথ সিনেমা ডিরেক্ট করেছে। আরে সিনেমাটি ১০ ই অক্টোবর ২০২৪ এ দশটি ভাষায় অনেক বড় ভাবে রিলিজ হতে চলেছেন।
টপ – ৫
ডিরেক্টর রোহিত সেটটির কফ ইউনিভার্সের অন্যতম ব্লকবাস্টার সিনেমা হচ্ছে সিঙ্গাম। এবং এই সিনেমার তৃতীয় পার্ট আসতে চলেছে সিংঘাম এগেইন নামে। এসি না মাই মেন ভেলেনের চরিত্রে থাকছে জ্যাকিশ্রফ ওমর হাফিজের ক্যারেক্টারে এবং এটা কপ ইউনিভার্সের সবথেকে খতরনাক পাকিস্তানি ভিলেন হতে চলেছেন যেটা একটা ফুললি একশন, থ্রিলার সিনেমা হবে। যেখানে মেন লিডে থাকছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার স্রফ, রণবীর সিং, কারিনা কাপুর ও অর্জুন কাপুর। এ সিনেমা টি মুক্তি পেতে চলেছে ১ ই নভেম্বর ২০২৪ এ।
GIPHY App Key not set. Please check settings